দালাই লামার এই ঘোষণা নিশ্চিত করেছে, ৬০০ বছরের আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রথা তিব্বতী পদ্ধতিতেই চলবে। তিনি বলেন, তাঁর ভবিষ্যত পুনর্জন্ম ঠিক করবে তাঁর প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’।